Ajker Patrika

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় লাকী বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নীলকুঠি সরদার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত লাকী বেগম ওই এলাকার সোহাগ মিয়ার স্ত্রী এবং উপজেলার সরারাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের লায়েছ মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্বজনেরা জানায়, শুক্রবার শাশুড়ি ও স্বামী সোহাগ বাড়িতে না থাকায় ঘরের দরজা বন্ধ করে সন্তান নিয়ে শুয়ে ছিলেন লাকী। বেলা ২টার দিকে লাকীর আড়াই মাসের শিশুর কান্নার শব্দ শোনে প্রতিবেশীরা লাকিকে ডাকাডাকি করে। কোনো সারা শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন লাকী ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘুরে ঢুকে। খবর পেয়ে রায়পুরা থানা–পুলিশ বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে। 

নিহত লাকীর মা বলেন, ‘আমার মেয়ে গত কয়েক মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। শিশু বাচ্চাকেও কয়েকবার মেরে ফেলতে গিয়েছে। এমনিতে স্বামীর সংসারে সুখে ছিল এবং স্বামীর পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’ 

নিহতের বাবা লায়েছ মিয়া বলেন, ‘মেয়ে কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’ 

নিহতের স্বামী মো. সোহাগ মিয়া বলেন, ‘বেশ কিছুদিন ধরে লাকী অস্বাভাবিক আচরণ করছিল। এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছি। সন্তানকেও মারতে যেত। আমি দুপুরের আগে খামারের চর এলাকায় বেড়াতে যাই। বেলা ২টার দিকে সেখানে খবর পাই লাকী আত্মহত্যা করেছে।’ 

এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত