নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩৪ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে