নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে