Ajker Patrika

বেতন পরিশোধ না করে কারখানার প্রধান ফটকে তালা, শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ৩২
বেতন পরিশোধ না করে কারখানার প্রধান ফটকে তালা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বেতন পরিশোধ না করে কারখানার প্রধান ফটকে তালা ঝোলানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশের বাধায় মহাসড়কে উঠতে না পেরে শ্রমিকেরা এখন কারখানার পাশে অবস্থান নিয়েছেন।

কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ৭৫০ জন শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসে ওই কারখানার ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখেন কারখানার মালিকপক্ষ। গত মে মাস আবারও কারখানার সব শ্রমিকের বেতন বকেয়া রাখেন তাঁরা। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও  তা করা হয়নি। ওই দিন শ্রমিকেরা দিনভর বেতন-ভাতার জন্য অপেক্ষা করে বিকেলের দিকে বিক্ষোভ করে চলে যান। 

শ্রমিকেরা আরও জানান, বুধবার সকালে শ্রমিকেরা আবারও কারখানায় এলে গেট তালাবদ্ধ দেখতে পান। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগানবাড়ি এলাকা থেকে বের হন। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়।

কারখানাটির মালিক মো. সাইফুদ্দিন বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করতে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা কারখানাটির দক্ষিণ পাশে বালুর মাঠে অবস্থান নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত