
ই-অরেঞ্জের গ্রাহকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ভুক্তভোগীরা। আজ শুক্রবার দুপুর ১২টায় গুলশান-১-এর ১৩৬ নম্বর রোডে এই শোভাযাত্রা করেন তাঁরা।
এ সময় আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা সব হারানোর পর প্রতিবাদটুকুও করতে পারবেন না, তা হতে পারে না। এটা তাঁদের সাংবিধানিক অধিকার।
ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা অমানবিক ও অগণতান্ত্রিক। এই হামলার পেছনে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এ সময় তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১০ দফার আন্দোলন চলবে। আজ বিকেল ৩টায় মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে তাঁদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আফজাল হোসেন আরও জানান, ই-অরেঞ্জের নামে প্রতারণার মূল হোতা বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ, প্রতারণার সঙ্গে জড়িত সরকারি আমলা ও কর্তাব্যক্তিদের আইনের আওতায় আনাসহ নানা দাবিতে আন্দোলনে করছেন তাঁরা।
মোটর শোভাযাত্রাটি গুলশান থেকে শুরু হয়ে মিরপুরের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৩ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৮ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে