গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দিনমজুর কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কিশোরের নাম তাহাজ্জত শেখ (১৭)। গতকাল বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় তাকে বাড়িতে আনা হয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আজ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাহাজ্জত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মো. হামিদ শেখের ছেলে।
তাহাজ্জতের বাবা হামিদ শেখ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খায়েরহাট গ্রামের রাব্বি ও নসিমনচালক মমিন নসিমনে বাঁশবোঝাই করার কথা বলে বাড়ি থেকে তাহাজ্জতকে ডেকে নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাব্বি ও মমিনের মা একটি ভ্যানে করে গুরুতর আহতাবস্থায় তাহাজ্জতকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তাহাজ্জত ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে তারা দাবি করেন। এরপর তাহাজ্জতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।’
হামিদ শেখ আরও বলেন, হাসপাতালে ভর্তির পর তাহাজ্জতের অবস্থা খারাপ দেখে রাব্বি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পাঁচ মাস আগে এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনার জেরেই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, ‘আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর তিলছড়া নামকস্থানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কোনো আলামত পাইনি।’
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আলিম বলেন, তাহাজ্জতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দিনমজুর কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কিশোরের নাম তাহাজ্জত শেখ (১৭)। গতকাল বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় তাকে বাড়িতে আনা হয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আজ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাহাজ্জত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মো. হামিদ শেখের ছেলে।
তাহাজ্জতের বাবা হামিদ শেখ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খায়েরহাট গ্রামের রাব্বি ও নসিমনচালক মমিন নসিমনে বাঁশবোঝাই করার কথা বলে বাড়ি থেকে তাহাজ্জতকে ডেকে নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাব্বি ও মমিনের মা একটি ভ্যানে করে গুরুতর আহতাবস্থায় তাহাজ্জতকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তাহাজ্জত ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে তারা দাবি করেন। এরপর তাহাজ্জতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।’
হামিদ শেখ আরও বলেন, হাসপাতালে ভর্তির পর তাহাজ্জতের অবস্থা খারাপ দেখে রাব্বি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পাঁচ মাস আগে এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনার জেরেই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, ‘আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর তিলছড়া নামকস্থানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কোনো আলামত পাইনি।’
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আলিম বলেন, তাহাজ্জতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৬ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
২৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৪২ মিনিট আগে