
মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় নছিমন উল্টে চালক ইন্দ্রজিৎ ভদ্র (৪০) মারা গেছেন। এ ছাড়া নছিমনে থাকা শুভ বিশ্বাস (২১) নামের আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতরা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে যাত্রীবাহী বাস, নছিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ভদ্র মারা যান।
জানা গেছে, নছিমন নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ ভদ্র ও শুভ বিশ্বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কালীবাড়ি মোড় এলাকায় এলে বরিশালগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় নছিমনটি ছিটকে গিয়ে ওই স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা লাগে। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ও তাঁর সঙ্গে থাকা শুভ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। শুভকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, দুজনকে আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। তবে বাসটিকে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৬ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৮ মিনিট আগে