সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে এক ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার শেষ রাতে সাভারের রাজাসন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এই ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও দ্বিতীয় তলা ও সিঁড়ির নির্মাণকাজ চলছিল। দ্বিতীয় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরা এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুটে নেয় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, ‘আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা ওপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।’
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ‘ডুপ্লেক্স বাড়ির নিচতলায় আমরা থাকি। ওপরে নির্মাণকাজ চলছে। সিঁড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতেরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট সাতজন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।’

ঢাকার সাভারে এক ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার শেষ রাতে সাভারের রাজাসন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এই ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও দ্বিতীয় তলা ও সিঁড়ির নির্মাণকাজ চলছিল। দ্বিতীয় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরা এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুটে নেয় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, ‘আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা ওপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।’
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ‘ডুপ্লেক্স বাড়ির নিচতলায় আমরা থাকি। ওপরে নির্মাণকাজ চলছে। সিঁড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতেরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট সাতজন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।’

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৭ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৪ মিনিট আগে