নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন।
কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।

ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন।
কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৯ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে