সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের দাদাগিরিও এই দেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার কোনো সিদ্ধান্ত নির্ধারিত হবে না।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় বক্তব্যে তিনি এই কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশ চলবে না। ভারতের দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না। দিল্লি থেকে এই দেশের গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না। পরবর্তী সময়ে বাংলাদেশে যারা শাসনক্ষমতায় আসবে, তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে আপনারা জনতামুখী হোন। যারা দিল্লিমুখী হয়েছিল, তাদেরকে আমরা মাত্র ৪৫ মিনিটে সীমান্তের ওপারে পাঠিয়েছি।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘যারা আবার দিল্লিমুখী হচ্ছেন, ভারতমুখী হচ্ছেন, আপনারা নিকট অতীত ভুলে যাবেন না। মানুষের কাছে ফিরে আসেন, মানুষের কথা শোনেন আর জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আপনাদের সঙ্গে দেখা হবে লড়াইয়ে-সংগ্রামে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নাম থাকতে পারে। আমাদের সবার নাম থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা পরবর্তীতে আমাদের নাগরিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ যেভাবে রক্ত দিয়েছে, আমরাও সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ওই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলীসহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের দাদাগিরিও এই দেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার কোনো সিদ্ধান্ত নির্ধারিত হবে না।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় বক্তব্যে তিনি এই কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশ চলবে না। ভারতের দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না। দিল্লি থেকে এই দেশের গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না। পরবর্তী সময়ে বাংলাদেশে যারা শাসনক্ষমতায় আসবে, তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে আপনারা জনতামুখী হোন। যারা দিল্লিমুখী হয়েছিল, তাদেরকে আমরা মাত্র ৪৫ মিনিটে সীমান্তের ওপারে পাঠিয়েছি।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘যারা আবার দিল্লিমুখী হচ্ছেন, ভারতমুখী হচ্ছেন, আপনারা নিকট অতীত ভুলে যাবেন না। মানুষের কাছে ফিরে আসেন, মানুষের কথা শোনেন আর জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আপনাদের সঙ্গে দেখা হবে লড়াইয়ে-সংগ্রামে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নাম থাকতে পারে। আমাদের সবার নাম থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা পরবর্তীতে আমাদের নাগরিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ যেভাবে রক্ত দিয়েছে, আমরাও সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ওই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলীসহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে