ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরীর দাবি, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তবে তালা লাগানো বিদ্যালয় ভবনের ভেতরে কীভাবে আগুন লাগল, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দ্বিমত রয়েছে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান। তিনি বলেন, বিদ্যালয়ের নৈশ প্রহরী দেখতে পায় বিদ্যালয়ের ভবনে আগুন লেগেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
নৈশ প্রহরী মাসুম মিয়া বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তখন দ্রুত বিদ্যালয়ের ভেতরে বালতির পানি দিয়ে আমি আগুন নেভাই। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে এসে দেখলাম বিদ্যালয়ের অগ্নিসংযোগ হয়েছে, তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় ভবন তালাবদ্ধ ছিল এবং ভেতরের নৈশ প্রহরী ছিলেন। তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরীর দাবি, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তবে তালা লাগানো বিদ্যালয় ভবনের ভেতরে কীভাবে আগুন লাগল, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দ্বিমত রয়েছে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান। তিনি বলেন, বিদ্যালয়ের নৈশ প্রহরী দেখতে পায় বিদ্যালয়ের ভবনে আগুন লেগেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
নৈশ প্রহরী মাসুম মিয়া বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তখন দ্রুত বিদ্যালয়ের ভেতরে বালতির পানি দিয়ে আমি আগুন নেভাই। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে এসে দেখলাম বিদ্যালয়ের অগ্নিসংযোগ হয়েছে, তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় ভবন তালাবদ্ধ ছিল এবং ভেতরের নৈশ প্রহরী ছিলেন। তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে