Ajker Patrika

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে কুকুরের কামড়ে ৫ শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মাহিন (৮), কনিকা (৩০), আরাফাত (৪), সোহানা (১২), আওয়ান (৭), ফাহিম (৫), মতিন রহমান (৭৫), নিলুফা বেগম (৭২), মদিনা (২৫), শিরিন বেগম (৬৫)। আহত ব্যক্তিদের ঢাকা মিটফোর্ড ও মহাখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস চৌধুরী বলেন, পাগলা কুকুরটি গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে একাধিক ব্যক্তিকে কামড়ায়। কুকুরটি কনিকা বেগম নামের এক নারীর একটি আঙুল ভেঙে ফেলে এবং মাহিনের পায়ের রগ ছিঁড়ে ফেলে। অন্যদের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

রাজানগর ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৈয়ব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অনেককে ঢাকার মিটফোর্ড ও মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। তবে গ্রামবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামসেদ ফরিদী বলেন, ‘আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য আসেনি। তবে ঢাকার কাছাকাছি হওয়ায় তাঁরা সেখানে চিকিৎসা নিতে যেতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত