নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা।
আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।
নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন।
এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা।
আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।
নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন।
এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে