নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা।
আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।
নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন।
এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা।
আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।
নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন।
এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে