ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলশানে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাইভেট কারের চাপায় মমতা শিকদার নামে বেসরকারি হাসপাতালের এক নার্স নিহত হয়েছেন। তিনি একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শেখ জাহিদ কামাল (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাঁরা দুজন ইউনাইটেড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স।
ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ওই নারীকে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজিযোগে বিমানবন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। গুলশান-২ নম্বর সড়কে আসলে দেখতে পাই মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলচালক ও আরোহী ওই নারী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে আহত অবস্থায় আমার সিএনজিতে উঠিয়ে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ওই নারীকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওই নারী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে।’
রিপন কুমার আরও বলেন, ওই নারীর নাম মমতা সিকদার (২৭)। বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তাঁরা দুজনই ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডিউটি শেষে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামিয়ে দিয়ে জাহিদ আগারগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ওই নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
রাজধানীর গুলশানে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাইভেট কারের চাপায় মমতা শিকদার নামে বেসরকারি হাসপাতালের এক নার্স নিহত হয়েছেন। তিনি একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শেখ জাহিদ কামাল (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাঁরা দুজন ইউনাইটেড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স।
ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ওই নারীকে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজিযোগে বিমানবন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। গুলশান-২ নম্বর সড়কে আসলে দেখতে পাই মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলচালক ও আরোহী ওই নারী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে আহত অবস্থায় আমার সিএনজিতে উঠিয়ে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ওই নারীকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওই নারী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে।’
রিপন কুমার আরও বলেন, ওই নারীর নাম মমতা সিকদার (২৭)। বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তাঁরা দুজনই ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডিউটি শেষে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামিয়ে দিয়ে জাহিদ আগারগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ওই নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
জুলাই আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ তিন রকম শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পাগলা থানা এলাকার তললীগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
১ ঘণ্টা আগেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম গাইবান্ধা জেলাতেই কর্মজীবনের ২১ বছর পার করেছেন। মাঝে একবার বদলি করা হলেও ২৩ দিনের ব্যবধানে আবারও ফিরে আসেন তিনি। এই জেলায় জেঁকে বসতে এই প্রকৌশলী ব্যবহার করেছেন সাবেক আওয়ামী লীগ সরকারের ক্ষমতা।
২ ঘণ্টা আগেআসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ১৩ দশমিক ৬ কিলোমিটার অংশ। অতিরিক্ত গাড়ির চাপ, আগে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা, চার লেনে আসা যানবাহন দুই লেনে প্রবেশ এবং চার লেনে উন্নীতকরণের কাজের ধীরগতির কারণে এ শঙ্কা সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে