নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোটা সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহর ও সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মিছিল করে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, কালীবাজার, ফলপট্টি, দুই নম্বর রেলগেট, নগর ভবনের সামনে প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাবে অবস্থান নেয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে বক্তব্য রাখে ও স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারহানা মানিক বলেন, ‘আমাদের ভাই-বোনদের ওপর ছাত্রলীগ নির্মম হামলা চালিয়েছে। রাতের অন্ধকারে আলো নিভিয়ে গুলি চালানো হয়েছে ক্যাম্পাসে। কোনো সুস্থ মানুষ এ ধরনের নির্মমতা সহ্য করতে পারবে না। সব নির্মমতা ছাপিয়ে যাচ্ছে ছাত্রলীগ। আর তাদের সহায়তা করছে বর্তমান প্রশাসন। আমরা এর নিন্দা জানাই। একই সঙ্গে জানিয়ে দিতে চাই, হামলা করে, গুলি চালিয়ে ন্যায্য দাবির আন্দোলন থেকে শিক্ষার্থীদের পিছু হটানো যাবে না।’
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন অবস্থাতেই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক ও মৎস্যজীবী দলের নেতা–কর্মীরা একটি মিছিল বের করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পরে তারা আলাদা মিছিল করে অন্যত্র চলে যায়।
বেলা ১টায় শিক্ষার্থীরা বুধবার ফের বেলা ১১ টায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
এদিকে দুপুর ১২টায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ২০-২৫ জন শিক্ষার্থী। পরে সোনারগাঁ থানা-পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা চলে যাওয়ার পর ঘটনাস্থলে মহড়া দেয় ছাত্রলীগের নেতা–কর্মীরা।
সড়ক অবরোধের বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক মহসীন মিয়া বলেন, ‘শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

কোটা সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহর ও সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মিছিল করে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, কালীবাজার, ফলপট্টি, দুই নম্বর রেলগেট, নগর ভবনের সামনে প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাবে অবস্থান নেয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে বক্তব্য রাখে ও স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারহানা মানিক বলেন, ‘আমাদের ভাই-বোনদের ওপর ছাত্রলীগ নির্মম হামলা চালিয়েছে। রাতের অন্ধকারে আলো নিভিয়ে গুলি চালানো হয়েছে ক্যাম্পাসে। কোনো সুস্থ মানুষ এ ধরনের নির্মমতা সহ্য করতে পারবে না। সব নির্মমতা ছাপিয়ে যাচ্ছে ছাত্রলীগ। আর তাদের সহায়তা করছে বর্তমান প্রশাসন। আমরা এর নিন্দা জানাই। একই সঙ্গে জানিয়ে দিতে চাই, হামলা করে, গুলি চালিয়ে ন্যায্য দাবির আন্দোলন থেকে শিক্ষার্থীদের পিছু হটানো যাবে না।’
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন অবস্থাতেই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক ও মৎস্যজীবী দলের নেতা–কর্মীরা একটি মিছিল বের করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পরে তারা আলাদা মিছিল করে অন্যত্র চলে যায়।
বেলা ১টায় শিক্ষার্থীরা বুধবার ফের বেলা ১১ টায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
এদিকে দুপুর ১২টায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ২০-২৫ জন শিক্ষার্থী। পরে সোনারগাঁ থানা-পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা চলে যাওয়ার পর ঘটনাস্থলে মহড়া দেয় ছাত্রলীগের নেতা–কর্মীরা।
সড়ক অবরোধের বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক মহসীন মিয়া বলেন, ‘শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৬ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে