নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৩ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে