দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে