নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে