বিশ্বকাপ আসরে নিজেদের দল প্রথম ম্যাচে হেরে গেলেও আশাবাদী ভক্তদের উন্মাদনার শেষ নেই। অনেকেই প্রিয় দলকে সমর্থন জানিয়ে ছাদে পতাকা, রাস্তা ঘাটে ফেস্টুন—ব্যানার, কিংবা নিজের বাড়িটিই প্রিয় দলের পতাকার রঙে আঁকিয়ে তুলেছেন। ঘিওরে ঘটেছে কিছুটা ব্যতিক্রম ঘটনা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী এলাকায় আর্জেন্টিনার পতাকার রঙে পুরো সেতু রাঙিয়েছেন ভক্তরা।
উপজেলার বালিয়াখোড়া-সিংজুরী সড়কে আশাপুরে একটি সেতুর পুরোটা রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। এলাকায় এখন এটি আর্জেন্টিনা সেতু নামে পরিচিত হয়ে উঠেছে।
গতকাল শুক্রবার বিকেলে শুরু করে সেতু রাঙানোর কাজ শেষ হয় আজ শনিবার সকালে। এই পাগলামি নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এই সেতুতে দাঁড়িয়ে আর্জেন্টাইন ভক্তদের ছবি তোলার হিড়িক পড়েছে।
স্থানীয় সিংজুরী-আশাপুর এলাকায় গঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থক ফোরাম। তাঁদের আয়োজনেই এই সেতু রাঙানো হয়েছে। সমর্থক ফোরামের সভাপতি সংবাদকর্মী মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ছোট থেকেই প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে ভালোবাসি। এলাকার আর্জেন্টিনা সমর্থক ভাই বন্ধুদের সঙ্গে নিয়ে আর্জেন্টিনা পতাকার রঙে সেতুটিকে সাজাতে পেরে আমার খুবই ভালো লাগছে। ৬০ ফুট দৈর্ঘ্যের এই সেতুর দুপাশে রং করতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা।’
আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক শাকিল ও আরজু বলেন, এলাকায় আর্জেন্টিনার পতাকার আদলে সেতুটিকে রাঙানোর কারণে অনেক ভালো লাগছে। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ট্রফি জয়ী হবে বলে আশা তাঁদের।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৭ মিনিট আগে