নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে