নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে