নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংসপট্টি গ্রামের কামরুল হাসানের (২৫)। তিনি এপিবিএন-১ ঢাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ধামরাই থানায় পুলিশ জানায়, কামরুল হাসান কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন। গত মঙ্গলবার রাতে তিনি স্ত্রীর সঙ্গে ঘুমান। এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কামরুলের বোন রোজিনা বলেন, ‘বছর খানেক আগে আমার ভাই পাশের ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের লাবু মিয়ার মেয়ে নার্গিস আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের আগে একটি ছেলের সঙ্গে আমার ভাবির সম্পর্ক ছিল এ রকম তথ্য পাওয়া যায়। এ নিয়ে ভাই ও ভাবির মধ্যে কলহ লেগেই থাকত। আমার ধারণা কলহের জের ধরেই আমর ভাই খুন হয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুলের স্ত্রী নার্গিস আক্তার কিছু বলেননি। রাতে এক সঙ্গে ঘুমানোর কথা স্বীকার করলেও কীভাবে তাঁর স্বামী ঘর থেকে বের হলেন এবং খুন হলেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান নার্গিস আক্তার।
ধামরাই থানায় উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বলেন, প্রাথমিক তদন্ত মনে হচ্ছে কামরুলকে হত্যার পর বস্তায় ভরে ডোবার পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর স্ত্রী নার্গিস আক্তারের সম্পৃক্ততা থাকতে পারে। এই সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে তিনি জড়িত কিনা। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংসপট্টি গ্রামের কামরুল হাসানের (২৫)। তিনি এপিবিএন-১ ঢাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ধামরাই থানায় পুলিশ জানায়, কামরুল হাসান কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন। গত মঙ্গলবার রাতে তিনি স্ত্রীর সঙ্গে ঘুমান। এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কামরুলের বোন রোজিনা বলেন, ‘বছর খানেক আগে আমার ভাই পাশের ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের লাবু মিয়ার মেয়ে নার্গিস আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের আগে একটি ছেলের সঙ্গে আমার ভাবির সম্পর্ক ছিল এ রকম তথ্য পাওয়া যায়। এ নিয়ে ভাই ও ভাবির মধ্যে কলহ লেগেই থাকত। আমার ধারণা কলহের জের ধরেই আমর ভাই খুন হয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুলের স্ত্রী নার্গিস আক্তার কিছু বলেননি। রাতে এক সঙ্গে ঘুমানোর কথা স্বীকার করলেও কীভাবে তাঁর স্বামী ঘর থেকে বের হলেন এবং খুন হলেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান নার্গিস আক্তার।
ধামরাই থানায় উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বলেন, প্রাথমিক তদন্ত মনে হচ্ছে কামরুলকে হত্যার পর বস্তায় ভরে ডোবার পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর স্ত্রী নার্গিস আক্তারের সম্পৃক্ততা থাকতে পারে। এই সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে তিনি জড়িত কিনা। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে