নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এই তথ্য জানান।
তিন দিনব্যাপী ৩৮তম এই সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত (যুক্তরাষ্ট্র ও কানাডা) বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে বেদারুল ইসলাম বাবলা বলেন, ফোবানা সম্মেলন হবে আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেট্রয়েট (মিশিগান, ইউএসএ) শহরে। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউএসএ ও কানাডা) বিভিন্ন শহরে উদ্যাপিত হয়। ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সম্মেলনের কনভেনর হচ্ছেন সংগঠক ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। সম্মেলন সার্থক করতে কাজ দ্রুত এগিয়ে চলেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষায় নতুন প্রজন্মের উন্নতির জন্য সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ দেওয়া হয়। তিনি আরও বলেন, এই সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস। থাকবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। সেমিনারগুলোতে সংযুক্ত থাকবেন শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, গবেষকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার শুভেচ্ছাদূত ড. সুবর্ণা নওয়াদীর, ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, ফোবানার বাংলাদেশ লিয়াজোঁ কমিটির কো-চেয়ারম্যান রিমন মাহফুজ প্রমুখ।

ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এই তথ্য জানান।
তিন দিনব্যাপী ৩৮তম এই সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত (যুক্তরাষ্ট্র ও কানাডা) বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে বেদারুল ইসলাম বাবলা বলেন, ফোবানা সম্মেলন হবে আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেট্রয়েট (মিশিগান, ইউএসএ) শহরে। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউএসএ ও কানাডা) বিভিন্ন শহরে উদ্যাপিত হয়। ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সম্মেলনের কনভেনর হচ্ছেন সংগঠক ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। সম্মেলন সার্থক করতে কাজ দ্রুত এগিয়ে চলেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষায় নতুন প্রজন্মের উন্নতির জন্য সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ দেওয়া হয়। তিনি আরও বলেন, এই সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস। থাকবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। সেমিনারগুলোতে সংযুক্ত থাকবেন শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, গবেষকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার শুভেচ্ছাদূত ড. সুবর্ণা নওয়াদীর, ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, ফোবানার বাংলাদেশ লিয়াজোঁ কমিটির কো-চেয়ারম্যান রিমন মাহফুজ প্রমুখ।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে