জহিরুল আলম পিলু

‘মা নাশতা রেডি করো। আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি।’ এই বলে বাসা থেকে বেরিয়ে যান তন্ময়। বাড়ি ফেরে লাশ হয়ে! ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তন্ময়।
বিলাপ কথাগুলো বলেন তন্ময়ের মা রেবেকা সুলতানা লতা। সাইদুল ইসলাম তন্ময় (২২)। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের একটি ইলেকট্রনিক দোকানে ৯ হাজার টাকা বেতনে কাজ করতেন। বাবা শফিকুল ইসলাম রানা সামান্য বেতনে কাজ করেন গুলিস্তান উৎসব পরিবহনের কাউন্টার ম্যান হিসেবে। দুই ভাই, দুই বোনের মধ্যে তন্ময় সবার বড়। বড় সন্তান হিসেবে তন্ময় সংসারের হাল ধরে ছিলেন।
বাবা–মায়ের সঙ্গে তন্ময় থাকতেন যাত্রাবাড়ীর ১১৬ (পুরাতন), ১৯১ (নতুন) দনিয়া, রসুলপুর এলাকার একটি দুই কক্ষের টিনশেড বাড়িতে। ছয় সদস্যের টানাটানির সংসার। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ গ্রামে।
তন্ময়ের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৫ আগস্ট বেলা সাড়ে ১০টার দিকে তন্ময়কে নিয়ে আমরা সকালের নাশতা খেতে বসব, এমন সময় তন্ময় মাকে বলে, আমি পাঁচ মিনিটের মধ্যে এসে নাশতা খাব। তোমরা খাও। এই বলে সে বেরিয়ে যায়। আমিও নাশতা না খেয়ে ওর পিছু পিছু যেতে থাকি। একপর্যায়ে তন্ময় আমার কাছ থেকে হারিয়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায়। আমি কিছুক্ষণ পর বাসায় ফিরে নাশতা না খেয়ে ওর জন্য অপেক্ষা করি। তন্ময় বাসায় না আসায় আমি নাশতা খেতে শুরু করি।
‘নাশতা খাওয়া শেষ না হতেই আমার মোবাইল ফোনে একটি কল আসে। এক লোক বলে, আপনি ///দোলাইপাড় ডেলটা হাসপাতালে আসেন। আমি তাকে বললাম, ওখানে তো আমাদের কোনো রোগী নাই, কেন আসব? তখন সে বলল, আপনার ছেলেকে গুলি করা হয়েছে। তখন আমার স্ত্রী “আমি কোথায় যাচ্ছি” জিজ্ঞাসা করলেও, আমি কাউকে কিছু না বলে দ্রুত বেরিয়ে যাই। গিয়ে দেখি আমার ছেলের মাথায় গুলি লাগছে। তখনো তার জ্ঞান ছিল। কিন্তু এই হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
রানা আরও বলেন, ‘মারা যাওয়ার আগের দিন তন্ময় আমাকে বলে, আব্বু আমার দুই বন্ধু আন্দোলনে শহীদ হয়েছে। আমিও যদি শহীদ হতে পারতাম তাহলে ভালো হতো! কিন্তু বাবা আমার শহীদ হলেও কেউ কোনো খোঁজখবর বা সহযোগিতা করতে আসেনি!’
তন্ময়ের মা লতা জানান, তন্ময়ের ক্রিকেট খেলা ছিল প্রিয়। ছুটি পেলেই বন্ধুবান্ধবদের সঙ্গে বিভিন্ন মাঠে ক্রিকেট খেলতে যেত। মারা যাওয়ার তিন দিন পর ওর বোনের বিয়ে হওয়ার কথা ছিল। বোনের বিয়েতে অনেক আনন্দ করবে বলত। তন্ময় ছিল আমাদের সংসারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি।
পাগলপ্রায় মা আরও বলেন, ‘আমি আমার সন্তানকে ফেরত চাই। সে তো কোনো রাজনীতি করত না। কারও সঙ্গে কোনো অন্যায় করত না। বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দিত না। নেশা করত না। বাসায় থাকত ও কাজে যেত। কিন্তু কেন আমার সন্তানকে মারা হলো? আমি এর বিচার চাই।’

‘মা নাশতা রেডি করো। আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি।’ এই বলে বাসা থেকে বেরিয়ে যান তন্ময়। বাড়ি ফেরে লাশ হয়ে! ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তন্ময়।
বিলাপ কথাগুলো বলেন তন্ময়ের মা রেবেকা সুলতানা লতা। সাইদুল ইসলাম তন্ময় (২২)। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের একটি ইলেকট্রনিক দোকানে ৯ হাজার টাকা বেতনে কাজ করতেন। বাবা শফিকুল ইসলাম রানা সামান্য বেতনে কাজ করেন গুলিস্তান উৎসব পরিবহনের কাউন্টার ম্যান হিসেবে। দুই ভাই, দুই বোনের মধ্যে তন্ময় সবার বড়। বড় সন্তান হিসেবে তন্ময় সংসারের হাল ধরে ছিলেন।
বাবা–মায়ের সঙ্গে তন্ময় থাকতেন যাত্রাবাড়ীর ১১৬ (পুরাতন), ১৯১ (নতুন) দনিয়া, রসুলপুর এলাকার একটি দুই কক্ষের টিনশেড বাড়িতে। ছয় সদস্যের টানাটানির সংসার। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ গ্রামে।
তন্ময়ের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৫ আগস্ট বেলা সাড়ে ১০টার দিকে তন্ময়কে নিয়ে আমরা সকালের নাশতা খেতে বসব, এমন সময় তন্ময় মাকে বলে, আমি পাঁচ মিনিটের মধ্যে এসে নাশতা খাব। তোমরা খাও। এই বলে সে বেরিয়ে যায়। আমিও নাশতা না খেয়ে ওর পিছু পিছু যেতে থাকি। একপর্যায়ে তন্ময় আমার কাছ থেকে হারিয়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায়। আমি কিছুক্ষণ পর বাসায় ফিরে নাশতা না খেয়ে ওর জন্য অপেক্ষা করি। তন্ময় বাসায় না আসায় আমি নাশতা খেতে শুরু করি।
‘নাশতা খাওয়া শেষ না হতেই আমার মোবাইল ফোনে একটি কল আসে। এক লোক বলে, আপনি ///দোলাইপাড় ডেলটা হাসপাতালে আসেন। আমি তাকে বললাম, ওখানে তো আমাদের কোনো রোগী নাই, কেন আসব? তখন সে বলল, আপনার ছেলেকে গুলি করা হয়েছে। তখন আমার স্ত্রী “আমি কোথায় যাচ্ছি” জিজ্ঞাসা করলেও, আমি কাউকে কিছু না বলে দ্রুত বেরিয়ে যাই। গিয়ে দেখি আমার ছেলের মাথায় গুলি লাগছে। তখনো তার জ্ঞান ছিল। কিন্তু এই হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
রানা আরও বলেন, ‘মারা যাওয়ার আগের দিন তন্ময় আমাকে বলে, আব্বু আমার দুই বন্ধু আন্দোলনে শহীদ হয়েছে। আমিও যদি শহীদ হতে পারতাম তাহলে ভালো হতো! কিন্তু বাবা আমার শহীদ হলেও কেউ কোনো খোঁজখবর বা সহযোগিতা করতে আসেনি!’
তন্ময়ের মা লতা জানান, তন্ময়ের ক্রিকেট খেলা ছিল প্রিয়। ছুটি পেলেই বন্ধুবান্ধবদের সঙ্গে বিভিন্ন মাঠে ক্রিকেট খেলতে যেত। মারা যাওয়ার তিন দিন পর ওর বোনের বিয়ে হওয়ার কথা ছিল। বোনের বিয়েতে অনেক আনন্দ করবে বলত। তন্ময় ছিল আমাদের সংসারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি।
পাগলপ্রায় মা আরও বলেন, ‘আমি আমার সন্তানকে ফেরত চাই। সে তো কোনো রাজনীতি করত না। কারও সঙ্গে কোনো অন্যায় করত না। বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দিত না। নেশা করত না। বাসায় থাকত ও কাজে যেত। কিন্তু কেন আমার সন্তানকে মারা হলো? আমি এর বিচার চাই।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে