ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কর্মরত রবিউল আওয়ালকে (৩২) উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। রবিউলকে প্রাণে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার। ১১ দিন যাবৎ রবিউল ওই জাহাজে আটকে আছেন বলে জানিয়েছেন তাঁর বাবা হোসেন আলী।
রবিউল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাহাড়পুর গ্রামে।
রবিউলের বড় ভাই ডা. আব্দুল আজিজ জানান, প্রায় ছয় মাস যাবৎ রবিউল ওই জাহাজে কর্মরত আছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে সে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে আছে। গতকাল বুধবার সে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজের মাধ্যমে জানায়, তাদের জাহাজে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে।
আবদুল আজিজ বলেন, ‘আমরা বাংলাদেশ শিপিং করপোরেশনে ফোন দিয়ে খবর নিয়েছি। রবিউল সুস্থ আছে। কিন্তু রবিউলের বিষয়ে তারা আর কোন তথ্য দিতে পারছে না। আমরা সরকারে কাছে রবিউলসহ সব নাবিককে উদ্ধারের দাবি জানাচ্ছি।’
রবিউলের বাবা হোসেন আলী বলেন, ‘আমার ছেলে ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই রবিউলসহ যারা আটকা পড়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে