শরীয়তপুর প্রতিনিধি

ফেসবুকে লালনের গানের দুই লাইন লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন সঞ্জয় রক্ষিত (৪০)। আজ সোমবার মুচলেকা নিয়ে তাঁকে জামিন দিয়েছেন আদালত।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন আজ বেলা ১টা ৩০ মিনিটের দিকে তাঁর জামিন মঞ্জুর করেন।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেসবুকে স্ট্যাটাসকে ঘিরে সঞ্জয় রক্ষিতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় আটক করে আদালতে পাঠানো হয়। আজ আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যে ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না, যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এই শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে আটক করা হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ লালনের এই গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দিয়েছিলেন সঞ্জয় রক্ষিত। এতে ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করা হলে গতকাল রোববার তাঁকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সঞ্জয়ের ফেসবুক স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের। গানের মূল চরণ দুটি হলো—‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান। বামন চিনি পৈতে প্রমাণ, বামনী চিনি কি করে।’
অর্থাৎ লালনের গানের ওই দুটি লাইনের মধ্যে ‘খাতনা’ শব্দটি নেই। শব্দটি সঞ্জয় রক্ষিত সম্ভবত নিজ থেকে যুক্ত করেছিলেন। ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ফেসবুকে লালনের গানের দুই লাইন লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন সঞ্জয় রক্ষিত (৪০)। আজ সোমবার মুচলেকা নিয়ে তাঁকে জামিন দিয়েছেন আদালত।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন আজ বেলা ১টা ৩০ মিনিটের দিকে তাঁর জামিন মঞ্জুর করেন।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেসবুকে স্ট্যাটাসকে ঘিরে সঞ্জয় রক্ষিতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় আটক করে আদালতে পাঠানো হয়। আজ আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যে ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না, যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এই শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে আটক করা হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ লালনের এই গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দিয়েছিলেন সঞ্জয় রক্ষিত। এতে ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করা হলে গতকাল রোববার তাঁকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সঞ্জয়ের ফেসবুক স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের। গানের মূল চরণ দুটি হলো—‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান। বামন চিনি পৈতে প্রমাণ, বামনী চিনি কি করে।’
অর্থাৎ লালনের গানের ওই দুটি লাইনের মধ্যে ‘খাতনা’ শব্দটি নেই। শব্দটি সঞ্জয় রক্ষিত সম্ভবত নিজ থেকে যুক্ত করেছিলেন। ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে