ঢাকার অধিকাংশ বস্তিতে ঠিকমতো বর্জ্য অপসারণ করা হয় না। বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো বস্তি থেকে ময়লা সংগ্রহ করতে চায় না। ফলে বস্তিবাসী ড্রেন ও খালে ময়লা ফেলে। তৈরি হয় নোংরা পরিবেশ। এর ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বস্তির মানুষগুলো। বস্তিগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বর্জ্য ব্যবস্থা নিয়ে আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন আলোচকেরা। দূষণমুক্ত ঢাকা নগরীর স্বপ্ন বাস্তবায়নে ইউএসএইড এর আর্থিক সহযোগিতায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ডিএসকে কনর্সোটিয়াম কর্তৃক বাস্তবায়িত ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম রাফেজা বলেন, ‘বস্তির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের মনোযোগ নেই। ফলে বস্তির ময়লা ঠিকমতো সংগ্রহ করা হয় না। এ বিষয়ে কেউ প্রতিবাদ জানালে উল্টো ময়লা সংগ্রহকারীরা ঝগড়া করে।’ রাজধানীর হাজারীবাগ এলাকার বস্তিগুলোর পরিস্থিতি অনেক খারাপ বলে জানান হোসনে আরা। এর জন্য তিনি বস্তিবাসীর প্রতিনিধিদের সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি করার দাবি জানান।
পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মোতালেব। তিনি বলেন, ‘সমন্বয়হীনতার কারণে কিছু কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। এর জন্য এলাকা ভিত্তিক কমিটি করে দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আইনের বাস্তবায়ন করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আর বর্জ্য সংগ্রহকারীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে যাতে বস্তি থেকে শতভাগ বর্জ্য সংগ্রহ করে।’
সভায় আরও আলোচনায় অংশ নেয় গবেষক আমিনুর রসুল, ঢাকা কলিং প্রকল্পের পরিচালক মাহবুল হক প্রমুখ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে