মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫২) ও জাহাঙ্গীর কাজীকে (৫৪) ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া আগামী দুদিনের মধ্যে কোল্ড স্টোর খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর শহরে কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখেছে। ওই দুই ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে লাভবান হওয়ার জন্য এই কাজ করেছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।’
তিনি বলেন, গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরে ৬ লাখ ৪২ হাজার ডিম মজুত করে রাখা হয়েছে। সেই ডিম এখন অধিক লাভে অতিরিক্ত মুনাফায় ধীরে ধীরে বিক্রি করছে। যা আইনের বিরোধী। বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও দুদিনের মধ্যে সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। তা না হলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

মাদারীপুরের কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫২) ও জাহাঙ্গীর কাজীকে (৫৪) ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া আগামী দুদিনের মধ্যে কোল্ড স্টোর খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর শহরে কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখেছে। ওই দুই ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে লাভবান হওয়ার জন্য এই কাজ করেছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।’
তিনি বলেন, গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরে ৬ লাখ ৪২ হাজার ডিম মজুত করে রাখা হয়েছে। সেই ডিম এখন অধিক লাভে অতিরিক্ত মুনাফায় ধীরে ধীরে বিক্রি করছে। যা আইনের বিরোধী। বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও দুদিনের মধ্যে সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। তা না হলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৭ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৭ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৩ মিনিট আগে