রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু একই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা (৯) ও ইকরাম শেখের ছেলে হাসান শেখ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের স্বজনেরা জানান, বাবু বিশ্বাসের বাড়িতে বিকেল থেকে হুযাইফা, হাসানসহ চার শিশু খেলা করছিল। একসময় খেলতে খেলতে রান্নাঘরে ঢোকে তারা। শিশুদের কাছে ছিল ম্যাচলাইট। তারা ম্যাচ দিয়ে রান্নাঘরে থাকা লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। ভয়ে হুযাইফা আর হাসান দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। অন্য দুই শিশু বাইরে চলে যায়। আগুনের ধোঁয়া ও পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে।
মাজবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমান বলেন, ঘরের বেড়া ও দরজা ভেঙে হুযাইফা ও হাসানকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করে। অপর শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু একই গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা (৯) ও ইকরাম শেখের ছেলে হাসান শেখ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের স্বজনেরা জানান, বাবু বিশ্বাসের বাড়িতে বিকেল থেকে হুযাইফা, হাসানসহ চার শিশু খেলা করছিল। একসময় খেলতে খেলতে রান্নাঘরে ঢোকে তারা। শিশুদের কাছে ছিল ম্যাচলাইট। তারা ম্যাচ দিয়ে রান্নাঘরে থাকা লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। ভয়ে হুযাইফা আর হাসান দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। অন্য দুই শিশু বাইরে চলে যায়। আগুনের ধোঁয়া ও পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে।
মাজবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমান বলেন, ঘরের বেড়া ও দরজা ভেঙে হুযাইফা ও হাসানকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করে। অপর শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
৩ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৭ মিনিট আগে