তানিম আহমেদ, ঢাকা

মরে গেলে টাকা–পয়সা, বাড়ি–গাড়ি ফেলে যাব। কিন্তু স্প্লিন্টার, এটা আমার সম্পত্তি। এই নিয়েই কবরে যাব।– এভাবে বলছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত শেখ বজলুর রহমান।
বজলুর রহমান বর্তমানে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি। ২০০৪ সালে ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই দিনের স্মৃতি এখনো তাড়া করে ফেরে তাঁকে। তিনি বলেন, এই স্মৃতি কি ভুলতে পারব, যত দিন বাঁচব! মনে থাকবে। আমি ছিলাম আইভী আপার (আইভী রহমান) সঙ্গে। দুজন একই সঙ্গে আঘাত পেয়েছি। তিনি ফেরেন নাই, আমারে আল্লাহ ফিরায় দিয়েছেন।
২১ আগস্টে আহত অন্যদের মতো তিনিও এখনো বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার । বলেন, শরীরের অনেকগুলো স্প্লিন্টার ঢুকছিল। বেশির ভাগই বের করা হয়েছিল। কিন্তু ৫৮টি স্প্লিন্টার বের করা যায়নি। এর মধ্যে দুটি এমনি বের হয়েছে। এখন তেমন ব্যথা নেই। এই নিয়েই চলতে হবে যে কয়েক দিন বাঁচি।
২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেদিনের ঘটনায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। সেই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকে।
বজলুর রহমান বলেন, কিডনি আর রগে থাকা স্প্লিন্টার তো বাইর করা সম্ভব না। আবার আমার কিডনি একটা, দুইটা থাকলে সেটা বের করা যেতো ৷ ডাক্তাররা সেই রিস্ক নিতেন। এখন আমার পায়ে সব সময়ই ঝিঁঝিঁ থাকে। যত দিন বাঁচব এটা থাকবেই। মাঝে মাঝে হার্ড হয়ে যায়। তখন শরীর মেসেজ করতে হয়। এভাবেই চলছে। অভ্যস্ত হয়ে গেছি।
২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অধীনে এটি করা হয়। মহানগর আওয়ামী লীগের এ নেতা বলেন, আমার চেয়েও খারাপ অবস্থা অনেকের ছিল। নেত্রী তো চেষ্টা করে যাচ্ছেন। বিরোধী দলে থাকা অবস্থায় মানুষের কাছে চেয়ে চেয়ে অনেক সহযোগিতা করেছিলেন। সরকারের আসার পরে সবাইকে সাহায্য করেছেন।

মরে গেলে টাকা–পয়সা, বাড়ি–গাড়ি ফেলে যাব। কিন্তু স্প্লিন্টার, এটা আমার সম্পত্তি। এই নিয়েই কবরে যাব।– এভাবে বলছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত শেখ বজলুর রহমান।
বজলুর রহমান বর্তমানে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি। ২০০৪ সালে ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই দিনের স্মৃতি এখনো তাড়া করে ফেরে তাঁকে। তিনি বলেন, এই স্মৃতি কি ভুলতে পারব, যত দিন বাঁচব! মনে থাকবে। আমি ছিলাম আইভী আপার (আইভী রহমান) সঙ্গে। দুজন একই সঙ্গে আঘাত পেয়েছি। তিনি ফেরেন নাই, আমারে আল্লাহ ফিরায় দিয়েছেন।
২১ আগস্টে আহত অন্যদের মতো তিনিও এখনো বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার । বলেন, শরীরের অনেকগুলো স্প্লিন্টার ঢুকছিল। বেশির ভাগই বের করা হয়েছিল। কিন্তু ৫৮টি স্প্লিন্টার বের করা যায়নি। এর মধ্যে দুটি এমনি বের হয়েছে। এখন তেমন ব্যথা নেই। এই নিয়েই চলতে হবে যে কয়েক দিন বাঁচি।
২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেদিনের ঘটনায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। সেই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকে।
বজলুর রহমান বলেন, কিডনি আর রগে থাকা স্প্লিন্টার তো বাইর করা সম্ভব না। আবার আমার কিডনি একটা, দুইটা থাকলে সেটা বের করা যেতো ৷ ডাক্তাররা সেই রিস্ক নিতেন। এখন আমার পায়ে সব সময়ই ঝিঁঝিঁ থাকে। যত দিন বাঁচব এটা থাকবেই। মাঝে মাঝে হার্ড হয়ে যায়। তখন শরীর মেসেজ করতে হয়। এভাবেই চলছে। অভ্যস্ত হয়ে গেছি।
২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অধীনে এটি করা হয়। মহানগর আওয়ামী লীগের এ নেতা বলেন, আমার চেয়েও খারাপ অবস্থা অনেকের ছিল। নেত্রী তো চেষ্টা করে যাচ্ছেন। বিরোধী দলে থাকা অবস্থায় মানুষের কাছে চেয়ে চেয়ে অনেক সহযোগিতা করেছিলেন। সরকারের আসার পরে সবাইকে সাহায্য করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে