নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায় রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।
রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।
ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায় রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।
রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।
ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে