নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায় রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।
রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।
ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

নানা উদ্যোগের পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকায় রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য বেশির ভাগ রোগীই এখন রাজধানীমুখী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র ১৭টি। এর মধ্যে আটটি সরকারি হাসপাতালের আইসিউতে কোনো বেডই ফাঁকা নেই।
রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে ১৭টি সরকারি হাসপাতালে। এর মধ্যে ৩টি হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
আইসিইউ সুবিধা রয়েছে এমন ৮টি হাসপাতালের প্রতিটি বেডেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০টি আইসিইউ বেডের সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৩টি, ডিএনসিসি করোনা হাসপাতালে ৬টি আর পঙ্গু হাসপাতালে ৩টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।
ঢাকায় করোনার চিকিৎসার জন্য নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে শুক্রবার ফাঁকা ছিল মাত্র ১৭টি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৫ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে