কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায় হাজি আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস অ্যান্ড পলিমার কারখানার গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা জেসমিন আক্তার (৩০) ও তাঁর কন্যা ইশা (১৬), মিনা (২২) ও তাঁর শিশুসন্তান তাইয়েবা (২) ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া মিনার স্বামী সোহাগ মিয়াকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরও একজন নিহত হয়েছে। একই ঘটনায় পাশের ঘরের বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা বলছে, অগ্নিকাণ্ডের পর তারা ঘরের দেয়াল ভেঙে বেশ কয়েকজনকে আহত অবস্খায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী এজিএম (হেডকোয়ার্টার ) মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এবং পরে সদরঘাট ও হেডকোয়ার্টারসহ প্রায় ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায় হাজি আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস অ্যান্ড পলিমার কারখানার গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা জেসমিন আক্তার (৩০) ও তাঁর কন্যা ইশা (১৬), মিনা (২২) ও তাঁর শিশুসন্তান তাইয়েবা (২) ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া মিনার স্বামী সোহাগ মিয়াকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরও একজন নিহত হয়েছে। একই ঘটনায় পাশের ঘরের বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা বলছে, অগ্নিকাণ্ডের পর তারা ঘরের দেয়াল ভেঙে বেশ কয়েকজনকে আহত অবস্খায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী এজিএম (হেডকোয়ার্টার ) মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এবং পরে সদরঘাট ও হেডকোয়ার্টারসহ প্রায় ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে