Ajker Patrika

টঙ্গী উড়াল সেতুতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী উড়াল সেতুতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
টঙ্গীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসচালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী চেরাগ আলী অংশে এ দুর্ঘটনা ঘটে।

‎আহতরা হলেন আব্দুর রহিম (২০), সেফালী (৪০), মাজেদুর রহমান (৩২), নুরুননাহার (৪০), আব্দুর রহমান (৪০), তানজিলা আক্তার (৩০), জেসমিন আক্তার (২৪) ও বাকের হোসেন (২০)। আহত অন্য যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী নবাব সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

‎এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘আটকে যাওয়া এক চালককে বাসের একটি অংশ কেটে বের করতে হয়েছে। বাস দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত