গাজীপুরের টঙ্গীতে লোহার রডে জাতীয় পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকার আইএফএল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন আইনাল হক (৪৫) ও আশরাফুল ইসলাম (৪৫)। আইনাল কারখানাটির নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী এবং আশরাফুল ইসলাম নির্মাণশ্রমিক ছিলেন।
আইনাল হক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে এবং আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তাঁরা টঙ্গীর পাগাড় এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন।
পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে কারখানার নির্মাণাধীন ভবনের নিচতলায় একটি লোহার রডে জাতীয় পতাকা বাঁধতে যান ওই দুই ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত লোহার রডটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাঁরা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে থানায় খবর পাঠানো হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. কাউসার হোসেন বলেন, ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আইএফএল লিমিটেড কারখানার সহকারী জেনারেল ম্যানেজার সারোয়ার আজাদ বলেন, এটি একটি দুর্ঘটনা। থানায় যাচ্ছি। কারখানার পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। নিহতদের পরিবারের সদস্যদের লিখত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে