নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তাঁর নাম বলা হয়নি।
জিআইএসএআইডি বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।
এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।
তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।
বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদের আজকের পত্রিকাকে বলেন, ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।
তিনি বলেন, দেশে এই মুহূর্তে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেউ কেউ হয়তো ওমিক্রনের শিকারও হতে পারেন। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত। বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে।

দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তাঁর নাম বলা হয়নি।
জিআইএসএআইডি বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।
এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।
তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।
বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদের আজকের পত্রিকাকে বলেন, ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।
তিনি বলেন, দেশে এই মুহূর্তে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেউ কেউ হয়তো ওমিক্রনের শিকারও হতে পারেন। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত। বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে