Ajker Patrika

পূর্বাচলে রক্তাক্ত লাশের পাশে পড়ে ছিল ছোরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।

আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত