Ajker Patrika

নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরশায়িত ডা. জাফরুল্লাহ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯: ০৭
নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরশায়িত ডা. জাফরুল্লাহ

নিজ হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে চিরশায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে ঢাকা, সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
 

বড় ভাই নামেই বেশি পরিচিত ছিলেন গরিবের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী। মানুষটির প্রতি দলমত-নির্বিশেষে সবার ছিল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের জন্য তাঁর অবদান স্বীকার করেন সরকারি বা বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিরাও। সাভারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ প্রমুখ।

লাশবাহী গাড়িতে ডা. জাফরুল্লাহকে শেষবারের মতো একনজর দেখার চেষ্টা গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীর। ছবি: আজকের পত্রিকাএর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছায়। আজ শুক্রবার বেলা আড়াইটায় গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহর পঞ্চম জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত