সাভার (ঢাকা) প্রতিনিধি

নিজ হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে চিরশায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে ঢাকা, সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বড় ভাই নামেই বেশি পরিচিত ছিলেন গরিবের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী। মানুষটির প্রতি দলমত-নির্বিশেষে সবার ছিল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের জন্য তাঁর অবদান স্বীকার করেন সরকারি বা বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিরাও। সাভারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছায়। আজ শুক্রবার বেলা আড়াইটায় গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহর পঞ্চম জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

নিজ হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে চিরশায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে ঢাকা, সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বড় ভাই নামেই বেশি পরিচিত ছিলেন গরিবের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী। মানুষটির প্রতি দলমত-নির্বিশেষে সবার ছিল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের জন্য তাঁর অবদান স্বীকার করেন সরকারি বা বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিরাও। সাভারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছায়। আজ শুক্রবার বেলা আড়াইটায় গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহর পঞ্চম জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে