সাভার (ঢাকা) প্রতিনিধি

সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন এক নারী ও এক পুরুষ। দুজনেরই পরনে কালো শার্ট। স্থানীয় বাসিন্দারা পরিচয় জানতে চাইলে বলেন, তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব তাঁদের। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে না পেলে র্যাবে খবর দেন স্থানীয় বাসিন্দারা। র্যাব-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
আজ রোববার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম।
গ্রেপ্তার আসামিরা হলেন রাজবাড়ী জেলা সদরের ঘোষবাড়ী গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সুমি (২৬) এবং ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের শামাইর গ্রামের বাসিন্দা ফারদীন ইসলাম (২২)।
মামলার এজাহারে বলা হয়, সুমি ও ফারদীন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয় কয়েকজন মিলে তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। আইডি কার্ড দেখতে চাইলে তাঁরা দেখাতে না পেরে পালিয়ে যেতে চান। পরে র্যাবে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন দুজন মিলে ছদ্মবেশ ধারণ করে ডিবি সদস্য সেজে এলাকায় এসেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসামিরা নিজেদের কখনো আইনশৃঙ্খলা বাহিনী, আবার কখনো ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতেন। ঘটনাস্থল থেকে র্যাব তাঁদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। পরে স্থানীয় একজন বাদী হয়ে মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁদের ড্রেস দেখে যে কেউ প্রথমে মনে করবেন তাঁরা র্যাবের সদস্য।

সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন এক নারী ও এক পুরুষ। দুজনেরই পরনে কালো শার্ট। স্থানীয় বাসিন্দারা পরিচয় জানতে চাইলে বলেন, তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব তাঁদের। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে না পেলে র্যাবে খবর দেন স্থানীয় বাসিন্দারা। র্যাব-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
আজ রোববার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম।
গ্রেপ্তার আসামিরা হলেন রাজবাড়ী জেলা সদরের ঘোষবাড়ী গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সুমি (২৬) এবং ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের শামাইর গ্রামের বাসিন্দা ফারদীন ইসলাম (২২)।
মামলার এজাহারে বলা হয়, সুমি ও ফারদীন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয় কয়েকজন মিলে তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। আইডি কার্ড দেখতে চাইলে তাঁরা দেখাতে না পেরে পালিয়ে যেতে চান। পরে র্যাবে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন দুজন মিলে ছদ্মবেশ ধারণ করে ডিবি সদস্য সেজে এলাকায় এসেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসামিরা নিজেদের কখনো আইনশৃঙ্খলা বাহিনী, আবার কখনো ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতেন। ঘটনাস্থল থেকে র্যাব তাঁদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। পরে স্থানীয় একজন বাদী হয়ে মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁদের ড্রেস দেখে যে কেউ প্রথমে মনে করবেন তাঁরা র্যাবের সদস্য।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে