মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় বোমা হামলায় মুদি দোকানি মনির চৌকিদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে মনির চৌকিদারের লঞ্চঘাট এলাকায় মুদি দোকান চালাতেন। মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। সেখানে নামাজ শেষে দোকানে যাচ্ছিলেন। এ সময় মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমা নিক্ষেপ করেই দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাই এলাকায় ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল পুরোটাই ধসে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতে ধরতে ইতিমধ্যেই কয়েকটি টিম অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে