নারায়ণগঞ্জের ফতুল্লায় হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) রাত ৮টায় ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
নিহত সোহান পাগলা পূর্বপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সোহান ছিলেন বড়। এছাড়া স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল তাঁর। সোহান পেশায় একজন সিমেন্ট ব্যবসায়ী।
সোহানের স্ত্রী উর্মি বলেন, ‘রাত ৮টার দিকে খবর পাই বউবাজার রসূলপুর এলাকার জয়নালের রিকশা গ্যারেজের সামনে কয়েকজন যুবক সোহানকে ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরাও নারায়ণগঞ্জ ছুটে যাই।’
নিহতের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে প্রথমে নারায়ণগঞ্জের পপুলার হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নিয়ে আসি। এখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। আমার ছেলের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করেছে খুনিরা। কেন আমার ছেলেকে মেরে ফেলল সেই বিষয়টি আমাদের জানা নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ফতুল্লা থানা-পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে