গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন জেলাগামী মানুষ।
সরেজমিনে জানা গেছে, আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোলপ্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লায় পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’
দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়া একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘সড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬-৭ কিলোমিটার আসতে পেরেছি।’
পিকআপ ভ্যানের চালক আকাশ বলেন, ‘অনেক চালক ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি নিয়ে সামনে যেতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘আজ ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন জেলাগামী মানুষ।
সরেজমিনে জানা গেছে, আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোলপ্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লায় পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’
দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়া একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘সড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬-৭ কিলোমিটার আসতে পেরেছি।’
পিকআপ ভ্যানের চালক আকাশ বলেন, ‘অনেক চালক ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি নিয়ে সামনে যেতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘আজ ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৬ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪১ মিনিট আগে