আজকের পত্রিকা ডেস্ক

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলেন টিভি উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। সেই মামলা তিনি প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
ফারজানা ব্রাউনিয়া আদালতে হাজির হয়ে আদালতকে বলেন, এই মামলা তিনি আর চালাবেন না।
গত ২৫ সেপ্টেম্বর ফারজানা আদালতে হাজির হয়ে পাঁচজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা প্রত্যাহার করায় এখন আর তদন্ত প্রতিবেদনের প্রয়োজন হবে না।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয় তাঁরা হলেন—আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।
মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাঁকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাঁকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে।
মামলায় আরও বলা হয়, শাইখ সিরাজ ও অন্যরা পরস্পর যোগসাজশে তাঁর পাওনা পরিশোধ না করে তা আত্মসাৎ করেছেন। তিনি বারবার আসামিদের কাছে পাওনা টাকার দাবিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তাঁর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলেন টিভি উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। সেই মামলা তিনি প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
ফারজানা ব্রাউনিয়া আদালতে হাজির হয়ে আদালতকে বলেন, এই মামলা তিনি আর চালাবেন না।
গত ২৫ সেপ্টেম্বর ফারজানা আদালতে হাজির হয়ে পাঁচজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা প্রত্যাহার করায় এখন আর তদন্ত প্রতিবেদনের প্রয়োজন হবে না।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয় তাঁরা হলেন—আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।
মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাঁকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাঁকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে।
মামলায় আরও বলা হয়, শাইখ সিরাজ ও অন্যরা পরস্পর যোগসাজশে তাঁর পাওনা পরিশোধ না করে তা আত্মসাৎ করেছেন। তিনি বারবার আসামিদের কাছে পাওনা টাকার দাবিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তাঁর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে