সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। যানবাহনের চাপ বাড়লেও এখনো পর্যন্ত মহাসড়কের কোনো স্থানে তীব্র যানজট দেখা যায়নি। তবে কিছু স্থানে যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নির্দিষ্টসময় পরপর দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে গেলেও যাত্রী ওঠানামা করা এবং সিগন্যালের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করছে। এছাড়া ফুটওভার ব্রিজের পরিবর্তে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়ার ফলে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মহাসড়কে রয়েছে যানবাহনের অতিরিক্ত চাপ।
আব্দুল হাই নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্ভোগ এড়াতে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। আশা করছি, ঈদের পর নির্বিঘ্নে আবার ঢাকায় ফিরতে পারব।’
আশরাফুল আলম নামের আরেক যাত্রী বলেন, অফিস ছুটির পর বাসায় ফেরার পথে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ থাকার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে। মহাসড়কে প্রচুর দূরপাল্লার যানবাহন চলাচল করলেও আঞ্চলিক যানবাহনগুলো খুব কম দেখা যাচ্ছে।
আবুল হোসেন নামের এক বাসচালক জানান, আজ দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। মদনপুর আসার পর যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। আশা করছি, বাকিটা পথ নির্বিঘ্নেই যেতে পারব।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ থেকে অনেকেই গ্রামের দিকে ছুটছেন। তাই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। আজ সন্ধ্যার পর থেকে যানবাহনের এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মহাসড়কের কোথাও এখনো কোনো তীব্র যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে আমাদের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছেন।’

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। যানবাহনের চাপ বাড়লেও এখনো পর্যন্ত মহাসড়কের কোনো স্থানে তীব্র যানজট দেখা যায়নি। তবে কিছু স্থানে যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নির্দিষ্টসময় পরপর দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে গেলেও যাত্রী ওঠানামা করা এবং সিগন্যালের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করছে। এছাড়া ফুটওভার ব্রিজের পরিবর্তে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়ার ফলে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মহাসড়কে রয়েছে যানবাহনের অতিরিক্ত চাপ।
আব্দুল হাই নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্ভোগ এড়াতে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। আশা করছি, ঈদের পর নির্বিঘ্নে আবার ঢাকায় ফিরতে পারব।’
আশরাফুল আলম নামের আরেক যাত্রী বলেন, অফিস ছুটির পর বাসায় ফেরার পথে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ থাকার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে। মহাসড়কে প্রচুর দূরপাল্লার যানবাহন চলাচল করলেও আঞ্চলিক যানবাহনগুলো খুব কম দেখা যাচ্ছে।
আবুল হোসেন নামের এক বাসচালক জানান, আজ দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। মদনপুর আসার পর যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। আশা করছি, বাকিটা পথ নির্বিঘ্নেই যেতে পারব।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ থেকে অনেকেই গ্রামের দিকে ছুটছেন। তাই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। আজ সন্ধ্যার পর থেকে যানবাহনের এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মহাসড়কের কোথাও এখনো কোনো তীব্র যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে আমাদের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছেন।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে