গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’
আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’
গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’
আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’
গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে