নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত রাজধানীর কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। বর্তমানে সেখানে পুলিশও অবস্থান করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর কলেজগেটে অবস্থিত কলেজটির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে কলেজটির প্রায় দেড়শ শিক্ষার্থী। আন্দোলন চলা অবস্থায় গত সপ্তাহে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে আলোচনায় বসে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি প্রতিষ্ঠানটি।

আন্দোলনরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিলভিয়া মীম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছি। স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি কিন্তু কোনো সমাধান তাঁরা এখনো করেনি। গত সপ্তাহে পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে দাবি মেনে পেপারে স্বাক্ষর দেওয়ার কথা জানান কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভিন ফাতেমা। পরে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু বৃহস্পতিবার পুলিশ জানায় চেয়ারম্যান আর তাদের কাছে যাননি। ফলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হই।’
এ শিক্ষার্থী বলেন, ‘সকালে মানববন্ধন করে জানতে পারি, চেয়ারম্যান কলেজে আছেন। পরে সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিয়েছি। উনি (চেয়ারম্যান) ভেতরে দরজা লক করে বসে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।’
এর আগে একই দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, নীতিমালা ও অবকাঠামো না থাকার পরও এ কলেজে তাঁদের ভর্তি নেওয়া হয়েছে। বর্তমানে কলেজটিতে বিভিন্ন বর্ষের মোট ১৪২ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে ২০১৭-১৮ বর্ষের ৫০ জন, ২০১৮-১৯ এর ৫ জন, ২০১৯-২০ এর ৪৯ জন এবং ২০২০-২১ সেশনের ৩৮ জন শিক্ষার্থী রয়েছেন।

শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত রাজধানীর কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। বর্তমানে সেখানে পুলিশও অবস্থান করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর কলেজগেটে অবস্থিত কলেজটির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে কলেজটির প্রায় দেড়শ শিক্ষার্থী। আন্দোলন চলা অবস্থায় গত সপ্তাহে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে আলোচনায় বসে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি প্রতিষ্ঠানটি।

আন্দোলনরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিলভিয়া মীম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছি। স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি কিন্তু কোনো সমাধান তাঁরা এখনো করেনি। গত সপ্তাহে পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে দাবি মেনে পেপারে স্বাক্ষর দেওয়ার কথা জানান কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভিন ফাতেমা। পরে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু বৃহস্পতিবার পুলিশ জানায় চেয়ারম্যান আর তাদের কাছে যাননি। ফলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হই।’
এ শিক্ষার্থী বলেন, ‘সকালে মানববন্ধন করে জানতে পারি, চেয়ারম্যান কলেজে আছেন। পরে সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিয়েছি। উনি (চেয়ারম্যান) ভেতরে দরজা লক করে বসে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।’
এর আগে একই দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, নীতিমালা ও অবকাঠামো না থাকার পরও এ কলেজে তাঁদের ভর্তি নেওয়া হয়েছে। বর্তমানে কলেজটিতে বিভিন্ন বর্ষের মোট ১৪২ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে ২০১৭-১৮ বর্ষের ৫০ জন, ২০১৮-১৯ এর ৫ জন, ২০১৯-২০ এর ৪৯ জন এবং ২০২০-২১ সেশনের ৩৮ জন শিক্ষার্থী রয়েছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে