নাঈমুল হাসান, টঙ্গী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আট ঘণ্টা আগে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরবাসী চেয়ে আছে ভোটের ফলাফল দিকে।
দিনভর শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় পেরিয়ে গেছে অনেকটা সময়। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে তৃতীয়বারের মতো আনতে যাচ্ছেন নগর পিতা।
নগরীর ৪৮০টি কেন্দ্রের ভোটারদের দেওয়া ভোটের মোট ফলাফলের মধ্যে ৩৮৫টি কেন্দ্রের পাওয়া ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মেয়র প্রার্থী আজমত উল্লা খানের টঙ্গী বাজার এলাকার বাস ভবনে লোক সমাগম বাড়তে থাকে। বিজয়ের আভাস পেয়ে দলীয় নেতা-কর্মী ও কর্মী সমর্থকদের আপ্যায়নের আয়োজন করা হয়। একদিকে চলছে ভোট গণনা। অন্যদিকে প্রার্থীর কয়েকটি কেন্দ্রে বিজয়ের খবর শুনে ক্ষণে ক্ষণে সমর্থকেরা দিতে থাকেন স্লোগান। তবে রাত সাড়ে বারেটার পর লোকজনের আনাগোনা কমতে থাকে।
আজমত উল্লা খানের বাসভবন থেকে বেরিয়ে এক আওয়ামী লীগ নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী নৌকার প্রার্থী পিছিয়ে রয়েছে। প্রার্থীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা চিন্তিত।’
আজমত উল্লা খানের ছেলে জাহাঙ্গীর আজমত খান বলেন, ভোট গণণা এখনো চলছে। ফলাফল শেষে গণমাধ্যমে কথা বলবেন তিনি।
ভোটের ফলাফল নিয়ে আজমত উল্লা খান চিন্তিত এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা সবাই চিন্তিত। তবে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আট ঘণ্টা আগে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরবাসী চেয়ে আছে ভোটের ফলাফল দিকে।
দিনভর শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় পেরিয়ে গেছে অনেকটা সময়। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে তৃতীয়বারের মতো আনতে যাচ্ছেন নগর পিতা।
নগরীর ৪৮০টি কেন্দ্রের ভোটারদের দেওয়া ভোটের মোট ফলাফলের মধ্যে ৩৮৫টি কেন্দ্রের পাওয়া ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মেয়র প্রার্থী আজমত উল্লা খানের টঙ্গী বাজার এলাকার বাস ভবনে লোক সমাগম বাড়তে থাকে। বিজয়ের আভাস পেয়ে দলীয় নেতা-কর্মী ও কর্মী সমর্থকদের আপ্যায়নের আয়োজন করা হয়। একদিকে চলছে ভোট গণনা। অন্যদিকে প্রার্থীর কয়েকটি কেন্দ্রে বিজয়ের খবর শুনে ক্ষণে ক্ষণে সমর্থকেরা দিতে থাকেন স্লোগান। তবে রাত সাড়ে বারেটার পর লোকজনের আনাগোনা কমতে থাকে।
আজমত উল্লা খানের বাসভবন থেকে বেরিয়ে এক আওয়ামী লীগ নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী নৌকার প্রার্থী পিছিয়ে রয়েছে। প্রার্থীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা চিন্তিত।’
আজমত উল্লা খানের ছেলে জাহাঙ্গীর আজমত খান বলেন, ভোট গণণা এখনো চলছে। ফলাফল শেষে গণমাধ্যমে কথা বলবেন তিনি।
ভোটের ফলাফল নিয়ে আজমত উল্লা খান চিন্তিত এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা সবাই চিন্তিত। তবে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে