মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় ‘ডাকাত ডাকাত’ বলে সানা মাঝিকে প্রতিপক্ষ বাবু মাঝির লোকজন পেটাতে থাকে। একপর্যায়ে সানা মাঝি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে বাবু মাঝি, আলামিন, কাউসার, হীরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করে হত্যা করেন।’
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি মেয়ে এবং ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুসহ সবাই পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় ‘ডাকাত ডাকাত’ বলে সানা মাঝিকে প্রতিপক্ষ বাবু মাঝির লোকজন পেটাতে থাকে। একপর্যায়ে সানা মাঝি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে বাবু মাঝি, আলামিন, কাউসার, হীরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করে হত্যা করেন।’
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি মেয়ে এবং ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুসহ সবাই পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৯ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে