Ajker Patrika

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তাঁর স্ত্রী হানুফা আক্তার রিক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আক্তার হোসের বলেন, সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিরুদ্ধে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।

অপর মামলাটি করা হয়েছে মো. মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে। এই মামলায় মুজিবুল হককেও আসামি করা হয়েছে। হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত