ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরের ইমান আলী (৬৫) নামের এক ব্যবসায়ী প্রথমে অপহরণের শিকার হন। এক দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। এর ২৫ দিন পর আবার নিখোঁজ হন তিনি। দুই দিন পর গতকাল বুধবার তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ব্যবসায়ী ইমান আলী ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই গ্রামের বাসিন্দা ছিলেন। ঘিওর বাজারের পঞ্চরাস্তা মোড় এলাকায় তাঁর হার্ডওয়্যারের দোকান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সন্ধ্যায় ঘিওরের পঞ্চরাস্তা মোড় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন ইমান আলী। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ঘিওরের সাইলকাই গ্রামের রিপন হোসেনসহ (৩৪) অজ্ঞাতপরিচয় তিনজন ইমান আলীকে অপহরণ করে নিয়ে যান। এ সময় তাঁকে মারধর করে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
৪ নভেম্বর রাতে জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকা থেকে স্থানীয় লোকজন ইমান আলীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ৬ নভেম্বর ইমান আলীর মেজো ছেলে মিলন হোসেন বাদী হয়ে অপহরণ ও অর্থ লুটের অভিযোগে রিপনসহ অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।
এদিকে আসামিরা মামলা তুলে নিতে ইমান আলীকে হুমকি দিচ্ছিলেন বলে তাঁর স্বজনেরা জানান। এ ঘটনার আগে রিপন হোসেনের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা সুদে ঋণ নেন ইমান আলীর বড় ছেলে কামাল হোসেন। পরিবারের দাবি, ওই টাকার জন্য ইমান আলীকে প্রায়ই চাপ দিতেন রিপন।
এ ঘটনার রেশ না কাটতেই গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমান আলী। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরদিন ইমান আলীর স্ত্রী মমতাজ বেগম ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর গতকাল শিবালয় উপজেলার বোয়ালী নামক নির্জন স্থান থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে গ্রামে পারিবারিক কবরস্থানে ইমান আলীর লাশ দাফন করা হয়।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, প্রথমে অজ্ঞাত হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনেরা এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে পিবিআই। এরপর রাতে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্যবসায়ী ইমান আলীর মেজো ছেলে মিলন হোসেন অভিযোগ করে বলেন, অপহরণের সময় তাঁর বাবাকে মারধর ও টাকাপয়সা লুটের ঘটনায় মামলা করার পর থেকে আসামি রিপন মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলেন। মামুনের দাবি, তাঁর বাবাকে রিপন ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছেন। তাঁর বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে এবং সন্ধ্যার পর রিপনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়। পরে ঘিওর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ওসি আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইমান আলীর অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়েও থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানিকগঞ্জের ঘিওরের ইমান আলী (৬৫) নামের এক ব্যবসায়ী প্রথমে অপহরণের শিকার হন। এক দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। এর ২৫ দিন পর আবার নিখোঁজ হন তিনি। দুই দিন পর গতকাল বুধবার তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ব্যবসায়ী ইমান আলী ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই গ্রামের বাসিন্দা ছিলেন। ঘিওর বাজারের পঞ্চরাস্তা মোড় এলাকায় তাঁর হার্ডওয়্যারের দোকান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সন্ধ্যায় ঘিওরের পঞ্চরাস্তা মোড় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন ইমান আলী। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ঘিওরের সাইলকাই গ্রামের রিপন হোসেনসহ (৩৪) অজ্ঞাতপরিচয় তিনজন ইমান আলীকে অপহরণ করে নিয়ে যান। এ সময় তাঁকে মারধর করে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
৪ নভেম্বর রাতে জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকা থেকে স্থানীয় লোকজন ইমান আলীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ৬ নভেম্বর ইমান আলীর মেজো ছেলে মিলন হোসেন বাদী হয়ে অপহরণ ও অর্থ লুটের অভিযোগে রিপনসহ অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।
এদিকে আসামিরা মামলা তুলে নিতে ইমান আলীকে হুমকি দিচ্ছিলেন বলে তাঁর স্বজনেরা জানান। এ ঘটনার আগে রিপন হোসেনের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা সুদে ঋণ নেন ইমান আলীর বড় ছেলে কামাল হোসেন। পরিবারের দাবি, ওই টাকার জন্য ইমান আলীকে প্রায়ই চাপ দিতেন রিপন।
এ ঘটনার রেশ না কাটতেই গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমান আলী। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরদিন ইমান আলীর স্ত্রী মমতাজ বেগম ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর গতকাল শিবালয় উপজেলার বোয়ালী নামক নির্জন স্থান থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে গ্রামে পারিবারিক কবরস্থানে ইমান আলীর লাশ দাফন করা হয়।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, প্রথমে অজ্ঞাত হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনেরা এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে পিবিআই। এরপর রাতে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্যবসায়ী ইমান আলীর মেজো ছেলে মিলন হোসেন অভিযোগ করে বলেন, অপহরণের সময় তাঁর বাবাকে মারধর ও টাকাপয়সা লুটের ঘটনায় মামলা করার পর থেকে আসামি রিপন মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলেন। মামুনের দাবি, তাঁর বাবাকে রিপন ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছেন। তাঁর বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে এবং সন্ধ্যার পর রিপনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়। পরে ঘিওর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ওসি আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইমান আলীর অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়েও থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে