নিজস্ব প্রতিবেদক ঢাকা

অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিম—এমন নানা নামে ব্র্যান্ডিং করা হয়। সাধারণ ডিমের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় এগুলো। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিক্রেতারা এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখা পারেনি।
আজ বুধবার রাজধানীর এলাকার সুপারশপগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন সুপারশপ ও ডিম ডিস্ট্রিবিউশন সেন্টারে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে রাজধানীর ফার্মগেট এলাকায় আগোরা এবং ধানমন্ডি ২৭ এলাকায় স্বপ্ন সুপারশপ ও মীনা বাজারে অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিমের টেস্ট রিপোর্ট দেখতে চাওয়া হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা দেখাতে ব্যর্থ হয়। আগামী দুই দিনের মধ্যে টেস্ট রিপোর্টসহ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাধারণ ডিমের চেয়ে এই সমস্ত ডিম বেশি দামে বিক্রি হয়ে আসছে। এসব ডিমের উৎস সম্পর্কে বিক্রেতাদের ধারণা নেই, নেই কোনো নথিপত্র। সুপারশপ কর্তৃপক্ষ রেনাটা লিমিটেড, প্যারাগনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে বিক্রয় করে থাকে। সুপার শপের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর–৭ মিল্ক ভিটা রোডে অবস্থিত রেনেটা লিমিটেড এবং মহাখালীতে অবস্থিত প্যারাগনে গিয়ে তাদের কাছেও এসব বিশেষ ডিমের টেস্ট রিপোর্ট, কোনো কর্তৃপক্ষের সনদপত্র পাওয়া যায়নি।
টেস্ট রিপোর্ট, সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী রোববার সকাল ১০টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগোরা, স্বপ্ন, মীনা বাজার এবং ডিস্ট্রিবিউটর রেনাটা লিমিটেড ও প্যারাগন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিম—এমন নানা নামে ব্র্যান্ডিং করা হয়। সাধারণ ডিমের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় এগুলো। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিক্রেতারা এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখা পারেনি।
আজ বুধবার রাজধানীর এলাকার সুপারশপগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন সুপারশপ ও ডিম ডিস্ট্রিবিউশন সেন্টারে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে রাজধানীর ফার্মগেট এলাকায় আগোরা এবং ধানমন্ডি ২৭ এলাকায় স্বপ্ন সুপারশপ ও মীনা বাজারে অরগানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ও ওমেগা ৩ সমৃদ্ধ ডিমের টেস্ট রিপোর্ট দেখতে চাওয়া হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা দেখাতে ব্যর্থ হয়। আগামী দুই দিনের মধ্যে টেস্ট রিপোর্টসহ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাধারণ ডিমের চেয়ে এই সমস্ত ডিম বেশি দামে বিক্রি হয়ে আসছে। এসব ডিমের উৎস সম্পর্কে বিক্রেতাদের ধারণা নেই, নেই কোনো নথিপত্র। সুপারশপ কর্তৃপক্ষ রেনাটা লিমিটেড, প্যারাগনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে বিক্রয় করে থাকে। সুপার শপের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর–৭ মিল্ক ভিটা রোডে অবস্থিত রেনেটা লিমিটেড এবং মহাখালীতে অবস্থিত প্যারাগনে গিয়ে তাদের কাছেও এসব বিশেষ ডিমের টেস্ট রিপোর্ট, কোনো কর্তৃপক্ষের সনদপত্র পাওয়া যায়নি।
টেস্ট রিপোর্ট, সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী রোববার সকাল ১০টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগোরা, স্বপ্ন, মীনা বাজার এবং ডিস্ট্রিবিউটর রেনাটা লিমিটেড ও প্যারাগন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে