
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা আমাদের জাতীয় বীর। তাঁরা কারও দয়ার পাত্র হয়ে থাকুক আমরা তা চাই না।’
গতকাল বৃহস্পতিবার রাতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আহতদের দেখতে এসে ডা. শফিকুর রহমান সাংবাদিক ও উপস্থিত লোকজনের উদ্দেশে এ কথা বলেন। গতকাল রাত ৯টার দিকে তিনি সিআরপিতে আসেন। এ সময় তিনি জুলাই-আগস্ট বিপ্লবে আহত চিকিৎসাধীন লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আহতরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে কিছু করুক। আয় বর্ধনমূলক কাজের সঙ্গে যুক্ত হোক। তাদের পুনর্বাসন হোক। এ জন্য সকবার সহযোগিতা প্রয়োজন।’
জামায়াতের আমির বলেন, ‘যেখানেই মানবতার বিপর্যয়, সেখানেই আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের সাধ্যমতো সামান্য কিছু উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি, যা আহতদের চিকিৎসায় কাজে লাগে। আমরা আশা করি, আমাদের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন। তাঁরাও অংশগ্রহণ করবেন। তাতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন আরও ভালো হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই ভবিষ্যতে এমন সরকার আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেক নাগরিক শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে