নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
এর আগে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে সিইসিকে জিজ্ঞেস করা হয়, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে? জবাবে সিইসি বলেন, ‘এটি বলা কঠিন। কত ভোট পড়লে আমি খুশি হব—এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে ২ শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে।’
সিইসি আরও বলেন, ‘কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমে প্রকৃত চিত্র উঠে এলেই মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবে।’
অন্য এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখের বেশি সদস্য ভোট গ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। বড় দল ভোটবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ। এটাই আমাদের চ্যালেঞ্জ।’

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
এর আগে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে সিইসিকে জিজ্ঞেস করা হয়, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে? জবাবে সিইসি বলেন, ‘এটি বলা কঠিন। কত ভোট পড়লে আমি খুশি হব—এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে ২ শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে।’
সিইসি আরও বলেন, ‘কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমে প্রকৃত চিত্র উঠে এলেই মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবে।’
অন্য এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখের বেশি সদস্য ভোট গ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। বড় দল ভোটবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ। এটাই আমাদের চ্যালেঞ্জ।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে