টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চারটি পোশাক কারখানায় দিনভর শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানাগুলোতে দফায় দফায় চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা।
সকাল ৮টা থেকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় কারখানার সামনে ১৪ দফা দাবিতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিকদের দাবিগুলো হলো, নির্বাহী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন না করা, প্রতি বছর বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট প্রদান, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান, বার্ষিক ছুটির টাকা প্রদান, ক্যাজুয়াল শ্রমিকদের বেতন অন্যান্য প্লাস্টিক কারখানার সঙ্গে তুলনা করে সমন্বয় করা, শ্রমিক সংগঠন তৈরি ও শ্রমিকের চাকরিচ্যুত বা পৃথকীকরণের ক্ষেত্রে শ্রম আইনের ধারা অনুসরণ।
বেলা ৪টার দিকে শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে শিল্প-পুলিশ। পরে কারখানা মালিক দাবি মেনে নিলে শ্রমিকেরা চলে যান।
সকাল সাড়ে ৯টার দিকে গত আগস্টের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। দিনভর কারখানায় উৎপাদন কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
বিকেলে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এমট্রানেট গ্রুপের দুটি প্রতিষ্ঠান, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের দাবিগুলো হলো, প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান, সকল শ্রমিক ও কর্মকর্তার বেতন ১৫% বৃদ্ধিসহ ১ হাজার টাকা হাজিরা বোনাস, সকল শ্রমিকের বার্ষিক ১৮ দিনের ছুটির টাকা, সার্ভিস বিল, টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা নির্ধারণ, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার না করাসহ ১৩ দফা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে শিল্প-পুলিশ কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেননি কারখানা মালিক।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে শিল্প-পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়। শ্রমিক-মালিক উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ন্যাশনাল পলিমার কারখানায় শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ চলে যায়। এমট্রানেট গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করেছি। মালিক দাবি মেনে নেননি।’

গাজীপুরের টঙ্গীতে চারটি পোশাক কারখানায় দিনভর শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানাগুলোতে দফায় দফায় চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা।
সকাল ৮টা থেকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় কারখানার সামনে ১৪ দফা দাবিতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিকদের দাবিগুলো হলো, নির্বাহী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন না করা, প্রতি বছর বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট প্রদান, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান, বার্ষিক ছুটির টাকা প্রদান, ক্যাজুয়াল শ্রমিকদের বেতন অন্যান্য প্লাস্টিক কারখানার সঙ্গে তুলনা করে সমন্বয় করা, শ্রমিক সংগঠন তৈরি ও শ্রমিকের চাকরিচ্যুত বা পৃথকীকরণের ক্ষেত্রে শ্রম আইনের ধারা অনুসরণ।
বেলা ৪টার দিকে শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে শিল্প-পুলিশ। পরে কারখানা মালিক দাবি মেনে নিলে শ্রমিকেরা চলে যান।
সকাল সাড়ে ৯টার দিকে গত আগস্টের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। দিনভর কারখানায় উৎপাদন কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
বিকেলে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এমট্রানেট গ্রুপের দুটি প্রতিষ্ঠান, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের দাবিগুলো হলো, প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান, সকল শ্রমিক ও কর্মকর্তার বেতন ১৫% বৃদ্ধিসহ ১ হাজার টাকা হাজিরা বোনাস, সকল শ্রমিকের বার্ষিক ১৮ দিনের ছুটির টাকা, সার্ভিস বিল, টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা নির্ধারণ, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার না করাসহ ১৩ দফা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে শিল্প-পুলিশ কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেননি কারখানা মালিক।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে শিল্প-পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়। শ্রমিক-মালিক উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ন্যাশনাল পলিমার কারখানায় শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ চলে যায়। এমট্রানেট গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করেছি। মালিক দাবি মেনে নেননি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে