মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আফসানা (২০), তাঁর বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। নিহত অ্যাম্বুলেন্সচালকের নাম মাহাবুব সরদার (২৮)।
পুলিশ জানিয়েছে, আফসানা ঘটনাস্থলেই মারা যান। অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা অ্যাম্বুলেন্সযাত্রী স্বর্ণা আক্তার জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের সবার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। ২৩ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁর পরিবারের ১০ জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ফেটে যায়। এরপর রাস্তার ডান পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করছিলেন চালক।
অ্যাম্বুলেন্স মেরামতের কাজ করায় কয়েকজন যাত্রী বের হয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন। অন্যরা ভেতরে বসে ছিলেন। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা নিহত হন। তবে প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বা নারীর সর্বশেষ অবস্থা জানা যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের একজন নারী যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা গুরুতর ছিল।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি, যাত্রীরা অ্যাম্বুলেন্সটির পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসটি হাইওয়ে থানায় জব্দ রয়েছে।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আফসানা (২০), তাঁর বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। নিহত অ্যাম্বুলেন্সচালকের নাম মাহাবুব সরদার (২৮)।
পুলিশ জানিয়েছে, আফসানা ঘটনাস্থলেই মারা যান। অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা অ্যাম্বুলেন্সযাত্রী স্বর্ণা আক্তার জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের সবার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। ২৩ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁর পরিবারের ১০ জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ফেটে যায়। এরপর রাস্তার ডান পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করছিলেন চালক।
অ্যাম্বুলেন্স মেরামতের কাজ করায় কয়েকজন যাত্রী বের হয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন। অন্যরা ভেতরে বসে ছিলেন। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা নিহত হন। তবে প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বা নারীর সর্বশেষ অবস্থা জানা যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের একজন নারী যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা গুরুতর ছিল।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি, যাত্রীরা অ্যাম্বুলেন্সটির পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসটি হাইওয়ে থানায় জব্দ রয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে